পাশাপাশি তিনদেশের তিন নাগরিক জাহান্নামে তাদের পাপের শাস্তি ভোগ করছে । একজন ভারতের,একজন বাংলাদেশের আর অপরজন পাকিস্তানের । একদিন তাদেরকে পৃথিবীতে আত্মীয়স্বজনের সাথে টেলিফোনে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হল । তবে মিনিটপ্রতি তাদেরকে বিল গুনতে হবে । তারা তো মহাখুশি এমন একটা সুযোগ পেয়ে! তাদের সশ্রম শাস্তির ফলে কিছু অর্থ উপার্জনের সুযোগ হয়,সেটা দিয়েই বিল পরিশোধ করবে তারা ।
প্রথমে ভারতীয় নাগরিক ফোন করলো তার স্বজনদের নিকট,প্রতিমিনিট পাঁচটাকা কলরেটে । সে কিছুক্ষণ কথা বলে জাহান্নামের ফোনওয়ালার নিকট বিল পরিশোধ করলো । এরপর বাংলাদেশীর পালা,সে কথা বলার পরে বিল দিতে গেলে ফোনওয়ালা বললো,তোর দেশ ভারতের থেকে অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছে তাই তুই মিনিট প্রতি তিনটাকা বিল দে । বাংলাদেশীও খুশি,ভারতীয়ও গর্ববোধ করায় আর আপত্তি করলো না ।
এরপর পাকিস্তানী অনেকক্ষণ কথা বলার পরে বিল দিতে গিয়ে,ফোনওয়ালা তাকে বললো,মিনিটপ্রতি পঁচিশ পয়সা দিলেই চলবে ।
চোখের সামনে এতবড় বৈষম্য দেখে অপর দুইজন প্রবল আপত্তি জানালো । ফোনওয়ালা ধমক দিয়ে বললো, ধুর আবাল.. তোদের জন্য আইএসডি কলরেট ধরা হয়েছিল,আর ওর জন্য সাধারণ কলরেট প্রযোজ্য হয়েছে…
এরপর আর আপত্তি চলে !