বোরকার বৈগ্যানিক ফজিলত আবিষ্কার করলেন প্রাক্তন হাটহাজারী মাদ্রাসার ছাত্র !

image

বিশেষ প্রতিবেদক: আজ বাদ আছর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউনানী হেকিম হযরত গ্রন্থকীট আল মাদানী জানান,তিনি সম্প্রতি বোরকার একটা বিশেষ বৈগ্যানিক গুণ আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেন যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমাদের মহানবী সেই চৌদ্দশত বছর আগেই এই গুণ বুঝতে পেরেই পর্দার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

উপস্থিত সাংবাদিকরা কি সেই বিশেষ গুণ জানতে চাইলে বলেন, ত্বকের সুরক্ষা ও দ্রুত বুড়িয়ে যাওয়া রোধ করে বোরকা। আধুনিক বিজ্ঞান এই সেদিন সানস্ক্রীন লোশন আবিষ্কার করেছে সূর্যের ক্ষতিকর UV রশ্মি হতে বাঁচতে। কিন্তু চৌদ্দশো বছর আগেই নারীদেরকে এই UV রশ্মি হতে বাঁচতে বোরকা পরার প্রচলন ঘটানো হয়। আধুনিক সানস্ক্রীন লোশন শুধু UV-A রোধ করতে পারে কিন্তু UV-B রশ্মি রোধ করতে পারে না। অন্যদিকে আমাদের বোরকা সবধরনের আলোকরশ্মিই রোধ করতে পারে। যার ফলে শরীরের ত্বক আরো উজ্জল ও সজীব থাকে। তাই বলতে চাই, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার উপায় সর্বপ্রথম আবিষ্কার করেন আমাদের মহানবী।

একজন সাংবাদিক তাকে বলেন যে,কিন্তু এই বোরকা পরা তো আধুনিক বিজ্ঞান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে ঘোষণা দিয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে বোরকা পরিহিতা মহিলারা অন্যদের তুলনায় বেশি সমস্যায় ভোগে। ভিটামিন ডি এর অভাব দেখা দেয়,হাড়ক্ষয়জনিত নানা রোগে ভোগে।

এর প্রতিউত্তরে হেকিম হযরত গ্রন্থকীট আল মাদানী বলেন,

            ”

নারীদেহে ভিটামিন ডি এর কোন প্রয়োজন নাই। ভিটামিন ডি হাড়-হাড্ডি শক্ত করে, নারী কি কুস্তি খেলবে নাকি যে তাদের হাড্ডি শক্ত হওয়া প্রয়োজন ? হাড্ডি যত নরম হবে ততই ব্রয়লার মুরগির ন্যায় আরামসে চিবানো যাবে| নারী হল শস্যক্ষেত্র,শস্যক্ষেত্র যত নরম চাষ করে তত আরাম । যদি ক্ষতিকরই হত তাহলে পর্দার কথা ইসলামে থাকতো না,অতএব বোরকা উপকারী বলেই প্রমাণ হয়। তাই মহিলাদের বোরকা পরাটা উপকারী হবে।

image

সবশেষে তিনি দেশের ধর্মপ্রাণ জনগণের প্রতি আহবান জানান যে, বোরকা পরা বাধ্যতামূলক করা হোক। এর ফলে মেয়েরা আরো বেশী রুপবতী ও দীর্ঘকাল যৌবন ধরে রাখতে সক্ষম হবে। দেশের নারীসমাজ বোরকার এই বৈগ্যানিক গুণ জানার পরে বোরকা পরার প্রতি আরো আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তসলিমা নাসরিনের আটটি বই

বইগুলো ডাউনলোড করতে বইয়ের কভার এর নিচের  ডাউনলোড লেখায় ক্লিক করুন

বইয়ের নামঃ কিছুক্ষণ থাকো

প্রকাশকালঃ ২০০৫

প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স

কিছুক্ষণ থাকো - তসলিমা নাসরিন

ডাউনলোড

বইয়ের নামঃ লজ্জা

প্রকাশকালঃ  ১৯৯৩

পৃষ্ঠাসংখ্যাঃ ৬৩

সাইজঃ ৬.৪০ মেগাবাইট

লজ্জা - তসলিমা নাসরিন

ডাউনলোড

বইয়ের নামঃ শরম

পৃষ্ঠাসংখ্যাঃ ২৭১

সাইজঃ ১০.৬ মেগাবাইট

শরম -তসলিমা নাসরিন

ডাউনলোড

বইয়ের নামঃ আমার মেয়েবেলা

পৃষ্ঠাসংখ্যাঃ ২৩১

সাইজঃ ১.১৬ মেগাবাইট

আমার মেয়েবেলা - তসলিমা নাসরিনডাউনলোড

বইয়ের নামঃ দ্বিখণ্ডিত / ক

বইটি “ক” নামেও পরিচিত, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল।

পৃষ্ঠাসংখ্যাঃ ৩৯৪

সাইজঃ ১.৮৭ মেগাবাইট

দ্বিখণ্ডিত

ডাউনলোড

বইয়ের নামঃ সেই সব অন্ধকার

পৃষ্ঠসংখ্যাঃ ৩৭০

সাইজঃ ২.০৭ মেগাবাইট

সেই সব অন্ধকার

ডাউনলোড

বইয়ের নামঃ শোধ

পৃষ্ঠাসংখ্যাঃ ১৩৯

সাইজঃ ১০.৬ মেগাবাইট

শোধ - তসলিমা নাসরিন

ডাউনলোড

বইয়ের নামঃ Taslima Nasrin poems ( English)

পৃষ্ঠাসংখ্যাঃ ৭০

সাইজঃ ১৪৫ কিলোবাইট

Taslima_Nasrin

ডাউনলোড

বইগুলো আমারবই , মূর্ছনা ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত

জাহান্নামের কলরেট

dangerous

জাহান্নামের ফোনওয়ালা

পাশাপাশি তিনদেশের তিন নাগরিক জাহান্নামে তাদের পাপের শাস্তি ভোগ করছে । একজন ভারতের,একজন বাংলাদেশের আর অপরজন পাকিস্তানের । একদিন তাদেরকে পৃথিবীতে আত্মীয়স্বজনের সাথে টেলিফোনে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হল । তবে মিনিটপ্রতি তাদেরকে বিল গুনতে হবে । তারা তো মহাখুশি এমন একটা সুযোগ পেয়ে! তাদের সশ্রম শাস্তির ফলে কিছু অর্থ উপার্জনের সুযোগ হয়,সেটা দিয়েই বিল পরিশোধ করবে তারা ।

প্রথমে ভারতীয় নাগরিক ফোন করলো তার স্বজনদের নিকট,প্রতিমিনিট পাঁচটাকা কলরেটে । সে কিছুক্ষণ কথা বলে জাহান্নামের ফোনওয়ালার নিকট বিল পরিশোধ করলো । এরপর বাংলাদেশীর পালা,সে কথা বলার পরে বিল দিতে গেলে ফোনওয়ালা বললো,তোর দেশ ভারতের থেকে অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছে তাই তুই মিনিট প্রতি তিনটাকা বিল দে । বাংলাদেশীও খুশি,ভারতীয়ও গর্ববোধ করায় আর আপত্তি করলো না ।
এরপর পাকিস্তানী অনেকক্ষণ কথা বলার পরে বিল দিতে গিয়ে,ফোনওয়ালা তাকে বললো,মিনিটপ্রতি পঁচিশ পয়সা দিলেই চলবে ।

চোখের সামনে এতবড় বৈষম্য দেখে অপর দুইজন প্রবল আপত্তি জানালো । ফোনওয়ালা ধমক দিয়ে বললো, ধুর আবাল..  তোদের জন্য আইএসডি কলরেট ধরা হয়েছিল,আর ওর জন্য সাধারণ কলরেট প্রযোজ্য হয়েছে…

এরপর আর আপত্তি চলে !