আদম-হাওয়ার নাম সবাই জানি,কিন্তু লিলিথের নাম কয়জনই বা শুনেছি? অথচ লিলিথের নাম তো হাওয়ার আগেই আসা উচিত ছিল!
ইহুদী পৌরাণিক সৃষ্টি কাহিনী অনুসারে আদম ও লিলিথকে একসাথেই সৃষ্টি করা হয়| কিন্তু বিপত্তি বাদে যখন তাদের শারীরিক মিলনের সময় আসে| লিলিথ আদমের শরীরের নিচে অবস্থানে অস্বীকৃতি জানায়,সে দাবী করে যে আদম ও তার সমান অধিকার রয়েছে| কেননা আদমও যেভাবে সৃষ্টি হয়েছে,তাকেও সেভাবে সৃষ্টি করা হয়েছে| দুজনেই মাটির তৈরি,সেহেতু মর্যাদাও সমান| তাই সমান হয়েও আরেকজন কেন অধম বলে বিবেচিত হবে?
এতে আদম অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং লিলিথ নিজেকে অদৃশ্য করে দেয়| এরপর স্রষ্টা আবার একই প্রক্রিয়ায় নারী সৃষ্টি শুরু করলে আদম মনঃক্ষুণ্ণ হয়| এরপরই আদমের পঁাজর থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়|
লিলিথকে পরে বিভিন্ন কল্পকথায় শয়তান,ডাইনী,অপদেবী হিসাবে উপস্থাপন করা হয়েছে| লিলিথই প্রথম নারী যে পুরুষের সমান মর্যাদা দাবী করে,যদিও পৌরাণিক চরিত্র| তাকে নিয়ে রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা আছে,যেখানে মৃত্যুহুমকিতে হাওয়া বলে যে আদমকে সে আসলে ভালবাসেনি,কিন্তু লিলিথ উল্টোটা জানায়|
জয়তু কাল্পনিক লিলিথ…..